সংবাদদাতা, দুর্গাপুর : বিভিন্ন অপরাধের দ্রুত কিনারা করতে দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল একটি ফরেন্সিক ল্যাবরেটরির। বৃহস্পতিবার বর্ধমানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন দুর্গাপুরের এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভুম জেলার নানা অপরাধের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজকর্ম এবার এখান থেকেই হবে।
আরও পড়ুন-দৌড়ে সেরা বীরবাহা
অত্যাধুনিক এই ল্যাবে দ্রুত নমুনা-পরীক্ষাও সম্ভব। ফলে অপরাধের কিনারা করতে সদর্থক ভূমিকা নেবে এই ল্যাবরেটরি। এতদিন এই পাঁচ জেলার বোমা বিস্ফোরণ, খুন, অগ্নিসংযোগ ইত্যাদির তদন্তে কলকাতা থেকে বিশেষজ্ঞদের আসতে হত। এবার এই ল্যাবের বিশেষজ্ঞরাই পাঁচ জেলায় গিয়ে নমুনা সংগ্রহ করবেন। ফলে পুলিশ রিপোর্টও পাবে দ্রুত। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতের শঙ্করপুরে এই ল্যাব তৈরি করা হয়েছে। ফরেন্সিক দফতরের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় জানান, দুই সিনিয়ার সায়েন্টিস্ট ও একজন সিনিয়ার সায়েন্টিফিক অফিসার থাকবেন। ফরেন্সিক তদন্তে টক্সিকোলজিও এখানে থাকবে। রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি।