সংবাদদাতা, হাওড়া : এবার রাজ্যে সমস্ত বেআইনি টোটো তৈরি বন্ধ করতে উদ্যোগী হল প্রশাসন। হাওড়ায় এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘‘টোটো পরিবেশ-বান্ধব যানবাহন। এই টোটো চলাচলের ক্ষেত্রে হাইকোর্টে ও কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা রয়েছে আমরা সেই অনুযায়ী চলব। কোনওরকম বেআইনি টোটো রাস্তায় নামাতে দেওয়া হবে না। এর জন্য সমস্ত অবৈধ টোটো উৎপাদন সেণ্টারগুলি বন্ধ করে দেওয়া হবে। শীঘ্রই সমস্ত জেলাতেই প্রশাসন এই ব্যাপারে অভিযানে নামবে।’’
আরও পড়ুন-শিক্ষালয় গড়তে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি ছাড় দিল রাজ্য
টোটো চালিয়ে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। সেই কারণেই স্থানীয় পুরসভা, কর্পোরেশন বা পঞ্চায়েত এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে নির্দিষ্ট রুটে নির্দিষ্ট টোটো চলাচলের ব্যবস্থা করে দেবে। সেই লক্ষ্যেই প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। টোটো চলাচলের কারণে যাতে যানজটের সমস্যা থেকে মানুষের ভোগান্তি যাতে না হয় তা যেমন দেখা হবে তেমনই টোটোচালকদের রুটিরুজিতে টান পড়ে এমন কোনও পদক্ষেপও নেওয়া হবে না। পরিবেশ-বান্ধব ই-রিকশা চালানোর বিষয়ে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি অবৈধ টোটো যাতে রাস্তায় না নামে তাও সুনিশ্চিত করবে প্রশাসন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘‘হাওড়ায় এই ব্যাপারে কাজ চলছে। অন্যান্য জেলাতেও প্রশাসনের তরফে এই বিষয়ে কাজ শুরু হবে।’’