অসীম চট্টোপাধ্যায় দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের অন্ডালে তৈরি হবে নতুন একটি তাপবিদ্যুৎ কারখানা। বৃহস্পতিবার বর্ধমানের গোদা স্বাস্থ্যনগরীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই এই খনি-শিল্পাঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অন্ডাল ব্লেক বিভিন্ন মৌজায় প্রায় দশ হাজার একর জমি ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অধিগ্রহণ করেছে রাজ্য।
আরও পড়ুন-ইভটিজিং রুখতে নিবিড় প্রচার মহিলা পুলিশের
অন্ডালে ডিভিসির একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দুর্গাপুর মহকুমায় ডিভিসির আরও একটি তাপবিদ্যুৎ কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তবে রাজ্য সরকার পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর প্রোজেক্টস লিমিটিড (ডিপিএল) চালু রয়েছে। অন্ডালে কোন শিল্প গোষ্ঠী কারখানা গড়বে সে ব্যাপারে অবশ্য এখনও কোনও স্পষ্ট ছবি পাওয়া যায়নি। এই এলাকায় আরও একখানি বৃহৎ আকারের বিদ্যুৎ কারখানা নির্মিত হলে তা পশ্চিম বর্ধমান-সহ সংলগ্ন এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ। শুধু বেকার সমস্যার সমাধানই নয়, নতুন এই কারখানা তৈরি হলে এই এলাকায় বেশ কয়েকটি অনুসারী শিল্প তৈরিরও সম্ভাবনা উজ্জ্বল হবে বলে মনে করেন অন্ডাল ও রানিগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর থেকেই এই এলাকায় শিল্পপতিরা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হয়েছেন।