নাইজেরিয়ায় (Nigeria) সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সে দেশের কাটসিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। কাটসিনা (Katsina, Nigeria) পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ জানিয়েছেন, শুক্রবার রাতে সশস্ত্র সন্ত্রাসবাদীরা, বাকোরি গ্রামে হামলা চালায়। নিরীহ গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ করতে থাকে তারা। এমনকী, তারা গ্রামবাসীদের গবাদি পশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় জঙ্গলজুড়ে তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। এই ঘটনায় কমপক্ষে ৪০ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন- পাটনার যাত্রীকে উদয়পুরে নিয়ে গেল ইন্ডিগোর বিমান!