এদিকে কোকিলের ডাক অন্যদিকে গায়ে সোয়াটার। সাথে রয়েছে জ্বর সর্দি কাশি। সব মিলিয়ে শীত আর বসন্ত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ফেব্রুয়ারী মাসের শুরুতেই।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯-৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-আর পাঁচ মাসেই শাস্তি উঠবে দীপার
আগামী ২৪ ঘণ্টা হালকা উত্তুরে হাওয়া থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি ও সোমবার স্বাভাবিকের মত বা নীচে থাকবে তাপমাত্রা। তারপর থেকে স্বাভাবিকের নীচে নামবে না পারদ। সোম ও মঙ্গলবার সিকিম এবং দার্জিলিংয়ে কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা থাকবে আরও দুদিন।