নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, রুপো জিতলেও সোনা অধরা ছিল পি ভি সিন্ধুর। তবে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। কিন্তু তা দীর্ঘ পাঁচ বছর পর! সোনা জয়ের স্মৃতিচারণা করে সিন্ধু বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় সত্যিই বড় ঘটনা। আমি মনে করি, এটা অলিম্পিকের পরের পদক।
আরও পড়ুন-আর কতদিন থাকবে বঙ্গে শীত?
২০১৯ সালে তা জিতেছিলাম। সোনা জিততে পাঁচ বছর অপেক্ষা করেছিলাম। আমার কাছে দুটো ব্রোঞ্জ, দুটো রুপোর পদক ছিল। কিন্তু যে কোনও প্রকারে আমি সোনা জিততে চেয়েছিলাম।’’ ২০১৯ সালে জাপানের নজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু। তবে পদক জেতার জন্য পাঁচ বছর পরিশ্রম করেছিলেন তিনি। প্রাইম ভলিবল লিগের সঙ্গেও যুক্ত ছিলেন সিন্ধু। সেখানে খেলোয়াড়দের উৎসাহ দেন হায়দরাবাদী তারকা। এই লিগ প্রসঙ্গে বলেন, ‘‘প্লেয়ারদের কাছে খুব ভাল সুযোগ। আমি নিশ্চিত ওরা কঠোর পরিশ্রম করেছে। জয়ী দল পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে।’’