প্রতিবেদন: ফের একবার বেআব্রু হল দিল্লির বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। চার যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল উত্তর-পূর্ব দিল্লির এক তরুণী। অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিত তাঁকে। কিন্তু ওই তরুণী এবং তাঁর স্বামী কোনওভাবেই মামলা তুলতে রাজি হননি। কিন্তু তার বিনিময়ে ধর্ষিতাকে যে তাঁর স্বামীকেও হারাতে হবে সেটা তিনি ভাবেননি। অভিযুক্তরা ওই মহিলার স্বামীকে গুলি করে খুন করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে চার যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন-খাদ্য তালিকায় আখরোট কেন রাখবেন পরামর্শ গবেষকদের
নিগৃহীতার দাবি, ছয় মাস আগে যে চারজন তরুণ তাঁকে গাজিয়াবাদে ধর্ষণ করেছিল তারাই তাঁর স্বামীকে গুলি করে খুন করেছে।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল কতটা বেহাল হয়েছে সেটা আরও একবার সামনে এসেছে। ওই মহিলা জানিয়েছেন, ওই অভিযুক্তরা তাঁকে নিয়মিত হুমকি দিত। সে জন্যই তাঁরা গাজিয়াবাদের লোনি থেকে দিল্লি চলে আসেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি। অভিযুক্তরা তাঁকে নিয়মিত মামলা তুলে নেওয়ার জন্য ভয় দেখাত। এমনকী, তাঁর স্বামীকেও মেরে ফেলার হুমকি দিত। কিন্তু সেটা যে বাস্তব হবে সেটা তিনি স্বপ্নেও ভাবেননি।
আরও পড়ুন-লতা মঙ্গেশকরের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় সাঁই বলেছেন, তাঁরা এই ঘটনার তদন্ত করছেন। গতকাল রাতে চার অজ্ঞাত পরিচয়ব্যক্তি ওই দম্পতির বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। মহিলার স্বামী বাইরে বেরিয়ে এলে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।