আদানি-কাণ্ডে (Adani Issue- Parliament) আজ সোমবারও ফের উত্তপ্ত হল সংসদ ভবন চত্বর। অধিবেশন শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিরোধী দলের সাংসদরা। তবে বিরোধী শিবিরে প্রতিবাদের ইস্যুতে খানিক ভিন্ন পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস। দল চায়, সংসদের অধিবেশন মুলতুবি না করে আলোচনায় অংশ নিয়ে সব দল নিজেদের মতামত তুলে ধরুক।
আরও পড়ুন-বাংলাদেশের ১৪টি মন্দিরে হামলা দুষ্কৃতীদের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দেবদেবীর মূর্তি
এদিন সকালে আদানি ইস্যুতে (Adani Issue- Parliament) আলোচনার জন্য বিরোধী দলের নেতাদের নিজের কক্ষে আমন্ত্রণ জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডিইউ, সিপিএম, সিপিআই, কেরল কংগ্রেস, জেএমএম, আরএলডি, আরএসপি, আম আদমি পার্টি ও শিবসেনার সাংসদরা। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদরা। প্রসঙ্গত, গত বৃহস্পতি ও শুক্রবার সংসদের দুই কক্ষেই কোনও কাজ হয়নি। বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হয়ে ওয়েলে নেমে আসে। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে মুখ খুলতে হবে। পরিস্থিতি সামাল দিতে সংসদের দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।