ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে (Turkey- Syria Earthquake)। কেঁপে উঠেছে সিরিয়াও। দু’দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। ক্রমশই বেড়ে চলেছে মৃতের সংখ্যা।
সোমবার ভোরে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক (Turkey- Syria Earthquake)। সিরিয়া সীমান্তে তুরস্কের গাজিয়ানটেপ এলাকা ভূমিকম্পের উৎসস্থল হলেও তীব্র কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও। ফলে সেখানেও অজস্র মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
সিরিয়ার আধিকারিকরা জানিয়েছেন, দেশের সরকার অধিকৃত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আদনি-কাণ্ডে উত্তপ্ত সংসদ, গান্ধীমূর্তির সামনে ধর্নায় বিরোধীরা
জানা গিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। তাঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। যাঁরা বেঁচে গেলেন কোনও মতে, ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা যাচ্ছে।
গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’