প্রতিবেদন : বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Modi Government- Jawhar Sircar) বলেন, রাষ্ট্রপতির অভিভাষণ শুধুমাত্র অমৃতকাল নির্ভর। দেশের হাজারো সমস্যার দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি তাঁর ভাষণে বিজেপিকে কটাক্ষ করে বলেন, যে রাজনৈতিক দলের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, তাঁরাই আজ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছেন।
কেন্দ্রীয় সরকারের (Modi Government- Jawhar Sircar) দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে এই প্রাক্তন আমলা বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ২০২২ সালের ১৫ অগাস্টের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। সেটা হয়েছে কি না সেটা আজ সভার সকলেই দেখছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হয়ে উঠবে ভারত। সেই লক্ষ্যমাত্রা থেকে আমরা আজও বহু দূরে। বুলেট ট্রেন, মহাকাশ অভিযান-সহ যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল সাংসদ আরও বলেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। নতুন সংসদ ভবন তৈরি হলেও, তা নিয়ে একবারও সভায় আলোচনা করার দরকার বলে মনে করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। একই সঙ্গে জহর বলেন, পাঠান সিনেমাটি দেশের বহুত্ববাদকে তুলে ধরেছে।
আরও পড়ুন-অপরাধীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ, ২৪ ঘণ্টার মধ্যেই খুন সাংবাদিক!
চলতি আর্থিক দুর্নীতিতে নিয়ন্ত্রক এবং নজরদারি সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল কংগ্রেস সাংসদ। জহর বলেন, বিরোধী নেতাদের ফাইল খুঁজে বের করতে ইডি এতটাই ব্যস্ত যে, বড় বড় দুর্নীতিতে তাদের ফিরে তাকানোর সময় নেই। এই সমস্ত দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করার দাবি জানান তিনি। জহর আরও বলেন, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৮১ কোটি দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। এর অর্থ কি সরকার মেনে নিচ্ছে যে, ৮১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছেন?