প্রতিবেদন : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিলেন বামপন্থী ছাত্র নেতা কানহাইয়া কুমার। তাঁর সঙ্গেই এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি। মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে এই দুই তরুণ নেতা কংগ্রেসে যোগ দেন। তবে কানাইয়াকে দলে নেওয়ার তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। মণীশ এদিন ট্যুইট করেন, যাঁরা বাম দল ছেড়ে কংগ্রেসে আসছেন তাঁদের ‘কমিনিউনিস্ট ইন কংগ্রেস’ বইটি পড়ে আসা উচিত।
আরও পড়ুন : “রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাওয়ায় আমার বিয়ের খরচ পুরোটাই মিটে যায়”
তবে কানাইয়াকে স্বাগত জানাতে দিল্লিতে কংগ্রেস দফতরে ছিল রীতিমতো উৎসবের আয়োজন। রাহুল গান্ধীর সঙ্গে কানহাইয়ার ছবি দিয়ে লাগানো হয় একাধিক পোস্টার। রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি একাধিক তরুণ নেতা কংগ্রেস ছাড়ায় এই দল কোনও যুব নেতাকে দলে টানতে মরিয়া হয়েছিল। সে কারণেই কানাহাইয়া ও জিগনেশকে দলে নিল কংগ্রেস।