সংবাদদাতা, বাঁকুড়া : জেলা শহর বাঁকুড়ার ২ ব্লকের ভূতশহর গ্রামে মা সংকটতারিণীর পুজো উপলক্ষে একদিনের গ্রামীণ মেলা হল বৃহস্পতিবার। পুজো ও মেলা উপলক্ষে ভোর থেকেই হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় সংকটতারিণীর পুজো দেওয়ার স্থানে। বাঁকুড়া শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন জড়ো হন পুজো দিতে।
আরও পড়ুন-৬২ ঘণ্টা পর উদ্ধার
শোনা যায়, মল্ল রাজাদের আমলে রাজস্থানের কোনও এক রানি বিষ্ণুপুর থেকে অহল্লাবাই রোড হয়ে রাজস্থান ফিরে যাচ্ছিলেন। ভূতশহর পার হওয়ার সময় পড়ে এই পুজোর তিথি। তিথি ও লগ্ন মেনে রানি তখন এই ভূতশহরেই সংকটতারিণীর ব্রত পালন করেন। সেই থেকেই চলে আসছে এখানে পুজো দেওয়ার রীতি। পুজো উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পুজোর প্রসাদ হিসেবে গুড় ও বেসনের তৈরি বিশেষ ধরনের লাড্ডু বানানো হয়, যাকে বলা হয় পাহাড় পর্বত। প্রতিবারের মতো এবারও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব নেন ভূতশহর অ্যাথলেটিক্স ক্লাবের সদস্যরা।