ভারতে এবার মিলল লিথিয়াম খনির সন্ধান

Must read

এবার ভারতে (India) মিলল লিথিয়াম খনির সন্ধান। লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেল জম্মু কাশ্মীরে (Lithium- Jammu Kashmir)। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের অনুমান জম্মু কাশ্মীরের ওই খনিতে অন্তত ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুত রয়েছে।

আরও পড়ুন: বিজেপি হারলেই মূল্যবৃদ্ধি কমবে, ত্রিপুরায় নির্বাচনী প্রচারে বললেন অভিষেক

কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৫টি ব্লকে রয়েছে সোনা। বাকিগুলিতে রয়েছে পটাশ, মলিডেনাম, বেস মেটাল প্রভৃতি। জম্মু-কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা- মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এতদিন এই লিথিয়ামের জন্য বিদেশের উপর ভরসা করতে হত ভারতকে। তবে দেশের মধ্যেই লিথিয়াম খনির (Lithium- Jammu Kashmir) সন্ধান মেলায় আগামীদিনে এই মৌল আরও সস্তা হবে ভারতে।

Latest article