প্রতিবেদন : আদানি ইস্যুতে বিনিয়োগকারীদের ভবিষ্যৎ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ার মূল্যের বিপুল পতনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মন্তব্য তাৎপর্যপূর্ণ। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) কী ব্যবস্থা নিচ্ছে তা সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন-সীমান্ত বাণিজ্যের প্রসারে বৈঠক
শুক্রবার এই বিষয়ে আইনজীবী এম এল শর্মার আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ারের দাম পড়ে যাওয়ায় ভারতীয় বিনিয়োগকারীরা কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ সেবিকে বলেছে, ভবিষ্যতে ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে মতামত দিন। প্রধান বিচারপতির মন্তব্য, ভারতীয় বিনিয়োগকারীদের মোট ক্ষতি হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। আমরা কীভাবে নিশ্চিত হব যে তারা সুরক্ষিত আছেন? ভবিষ্যতে যে এমন ঘটবে না তার নিশ্চয়তা কী?