ত্রিপুরার মাটিতে তৃণমূলকে আটকাতে ষড়যন্ত্রের শেষ নেই। শাসক দল বিজেপি কিছু না কিছু করেই চলেছে। ত্রিপুরার মানুষের কাছে ঘাসফুল যে একটা অন্য রকম জায়গা করে নিচ্ছে সেই নেই সন্দেহের অবকাশ নেই। মঙ্গলবার বিজেপি, সিপিএম সহ একাধিক দল থেকে তৃণমূল শিবিরে যোগ দিলেন চারশোরও বেশি নেতাকর্মী।
বলা যায় গোটা ত্রিপুরা থেকেই বিশাল সংখ্যক ছাত্র যুব নেতৃত্ব এদিন তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে সিংহভাগই ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা ক্ষেত্র থেকে। তৃণমূল কংগ্রেসের তরফে এদিন ত্রিপুরার ধলাই জেলার আম্বাসাতে নতুন দলীয় অফিস খোলা হয় ।
আরও পড়ুন-যেসব পুলিশ অফিসার অবৈধভাবে রোজগার করেন তাঁদের জেলে থাকা উচিত, বললেন দেশের প্রধান বিচারপতি
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এদিন ত্রিপুরার আমবাসাতে তৃণমূলের দলীয় অফিসে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন। তৃণমূল নেতা আশিষলাল সিং তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে তাদের সানন্দে গ্রহণ করেন। বিজেপি, সিপিএম সহ অন্যান্য দল থেকে বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের তৃণমূল যোগের ছবি শেয়ার করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে।