প্রতিবেদন : দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির ডবল ইঞ্জিন সরকারের নমুনা কী, তা স্পষ্ট হচ্ছে কেন্দ্রের দেওয়া বিভিন্ন তথ্যেই। প্রধানমন্ত্রী ও বিজেপি নেতাদের সুশাসনের প্রতিশ্রুতির ভাঁওতাবাজি ফাঁস করে দিচ্ছে খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত তিন রাজ্যই শিশুদের উপর যৌন নির্যাতনের (Sexual abuse of children) ঘটনার শীর্ষে। অর্থাৎ ডবল ইঞ্জিনের রাজ্যগুলিতেই শিশুদের উপর যৌন নির্যাতনের (Sexual abuse of children) ঘটনা সবচেয়ে বেশি। এর মধ্যে একেবারে শীর্ষে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। পরের দুটি রাজ্য হল মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। কোনও বিরোধী দল বা নেতা এই অভিযোগটি করেননি। লোকসভায় এই তথ্য পেশ করেছেন খোদ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।
আরও পড়ুন-বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফের কড়া বার্তা অভিষেকের
লোকসভায় স্মৃতির দেওয়া তথ্য যে মোদি সরকারের মুখে কালি লেপে দিয়েছে তা স্পষ্ট। স্মৃতির দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পকসো আইনে সবচেয়ে বেশি মামলা ও সাজাপ্রাপ্তির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত তিন ডবল ইঞ্জিন রাজ্যে। ২০২১ সালে পকসো আইনে সবচেয়ে বেশি মামলা হয়েছে যোগীরাজ্যে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। তবে এখানেই শেষ নয়, তথ্য বলছে, ২০১৬ থেকে ২০২১ সাল অর্থাৎ মোদি জমানার প্রথম ছয় বছরে সারাদেশে পকসো আইনে মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তবে মামলার সংখ্যা বাড়লেও সাজাপ্রাপ্তির হার অনেকটাই কমে ৪০ শতাংশের নিচে নেমে এসেছে। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন শিশু অধিকার ও সুরক্ষার সঙ্গে জড়িত মানুষজন। তাঁদের মতে, বিজেপি শাসিত রাজ্যে পুলিশের ঢিলেঢালা তদন্তের কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। স্মৃতির দেওয়া তথ্য বলছে, ২০২১ সালে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে পকসো আইনে যথাক্রমে ৬২০০ এবং ৬০৭০টি মামলা দায়ের হয়েছিল। কিন্তু এই দুই রাজ্যে যথাক্রমে ২৬.১ এবং ৩৩.৫ শতাংশ অভিযুক্ত শাস্তি পেয়েছিল। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০১৬ সাল থেকে দেশে পকসো আইনে মামলা নথিভুক্তির সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে।