প্রতিবেদন : প্রচুর মিস পাস। আর সুযোগ নষ্ট। সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূলপর্বে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচেই আটকে গেল বাংলা (Delhi vs West Bengal)। ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত। বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন।
জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার এই দলটিই। সন্তোষের প্রাথমিক পর্বেও ভাল পারফরম্যান্স করেছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। কিন্তু দিল্লির (Delhi vs West Bengal) বিরুদ্ধে মূলপর্বে সেভাবে খেলতে পারল না বাংলা। শুরু থেকেই দিল্লি চাপে রেখেছিল তাদের। নরহরি দু’টি গোল না করলে হয়তো প্রথম ম্যাচেই হারতে হত বিশ্বজিতের দলকে।
দিল্লির বিরুদ্ধে ড্রয়ের পরে কিছুটা বিরক্ত কোচ বিশ্বজিৎ। ছেলেরা যেভাবে মিস পাস করেছে তাতে হতাশ তিনি। তিনি বলেন, ‘‘ছেলেরা প্রচুর মিস পাস করেছে। অনেক সুযোগ নষ্ট করেছি। আমার মনে হয় ওরা অতিরিক্ত চাপে পড়ে গিয়েছে। প্রত্যাশা অতিরিক্ত বেড়ে যাওয়াতেই ম্যাচে ভাল খেলতে পারেনি ওরা। ছেলেরা সিরিয়াস। তবে গোল খাওয়ার পরে যেভাবে গোল দিয়েছি, তাতে আমি আশাবাদী পরের ম্যাচ নিয়ে।’’ প্র্যাকটিস মাঠ নিয়ে অভিযোগ থাকলেও, খেলার মাঠ নিয়ে কোনও অভিযোগ নেই বাংলা কোচের।