প্রতিবেদন : আইএসএলে প্লে-অফ খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শেষ তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবলে যতটা সম্ভব উপরে উঠতে চায় লাল-হলুদ ব্রিগেড। ১৭ ম্যাচ খেলে পাঁচটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ইস্টবেঙ্গল। রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ক্লেটন সিলভাদের (Chennaiyin vs East bengal)। শনিবার দুপুরে চেন্নাই রওনা হয় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। চেন্নাইয়িন ঘরের মাঠে শেষ আট ম্যাচে মাত্র একটিতে জিতেছে। শেষ ম্যাচেও তারা হেরেছে। তাই জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ শিবির।
শহর ছাড়ার আগে লাল-হলুদের গোলমেশিন ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা বলেন, ‘‘আমাদের হারানোর কিছু নেই। ডার্বি-সহ শেষ তিন ম্যাচ জিতে লিগে আরও কিছুটা উপরে ওঠার চেষ্টা করব। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম পর্বে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা শেষ মুহূর্তে কিছু ভুল করছি। ভুল কম করে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’’
চেন্নাইয়িনের (Chennaiyin vs East bengal) বিরুদ্ধে কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না মাঝমাঠের ভরসা অ্যালেক্স লিমা। তাছাড়া ব্রাজিলীয় মিডফিল্ডারের চোট রয়েছে। তবে ভিপি সুহের, মোবাশির রহমানরা ফিরছেন। চেন্নাইয়িন ম্যাচ নিয়ে স্টিফেন বলেছেন, ‘‘আমরা একই ভুল বারবার করছি, সেটা না করে বাকি তিনটি ম্যাচ কীভাবে জেতা যায়, দেখতে হবে।’’ চেন্নাইয়িনকে হারালে আট নম্বরে উঠবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-সন্তোষে শুরুতে ড্র বাংলার