প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh) ২২তম রাষ্ট্রপতি (President) হচ্ছেন আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য মহম্মদ শাহাবুদ্দিন চুপ্পু (Mohammad Shahabuddin Chuppu)। রবিবার সকালে তাঁকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দফতরে যায় আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধি দল। আওয়ামি লিগের মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মহম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রাক্তন মুক্তিযোদ্ধা তথা বর্ষীয়ান রাজনীতিক শাহবুদ্দিন (Mohammad Shahabuddin Chuppu) প্রাক্তন বিচারপতি। একসময়ে ‘দুদক’-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
দলীয় প্রার্থী হিসাবে রবিবার শাহাবুদ্দিনের নাম নির্বাচন কমিশনে দাখিল করেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবীণ রাজনীতিক শাহবুদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘আস্থাভাজন’ বলেই পরিচিত। চলতি বছরের শেষে বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেদিক থেকে দেশের রাষ্ট্রপতি পদটি গুরুত্ব এবং তাৎপর্যের বিচারে বাড়তি মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন-অভিষেকের শ্রদ্ধায় আপ্লুত সুখমণিরা