প্রতিবেদন : গণধর্ষণে অভিযুক্ত হতে পারেন মহিলারাও। দোষ প্রমাণিত হলে তাদেরও শাস্তি হবে। এক মামলার সূত্রে জানাল এলাহাবাদ হাইকোর্ট। দেশজুড়ে গণধর্ষণের বহু মামলা চলছে বিভিন্ন আদালতে। জঘন্য এই অপরাধ কেন বাড়ছে তার সামাজিক-মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি একাধিক ক্ষেত্রে গণধর্ষণের মতো অপরাধ প্রমাণিত হওয়ার পর চরম শাস্তিও দেওয়া হয়। পুরুষতান্ত্রিক সমাজে সাধারণভাবে গণধর্ষণের মানেই কাঠগড়ায় পুরুষ।
আরও পড়ুন-যোগীরাজ্যে উচ্ছেদের সময় পুড়ে মৃত্যু মা ও মেয়ের, অভিযোগের তির পুলিশের দিকে
কিন্তু প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা দায়ের করা যেতে পারে বলে এবার জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট।
ভারতীয় দণ্ডবিধিতে কোনও মহিলার বিরুদ্ধে তাঁর ইচ্ছের বিরুদ্ধে জোর করে, ভয় দেখিয়ে, প্রাণঘাতী হামলা করে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, সেক্ষেত্রে আইনের চোখে তা জঘন্যতম অপরাধ বলেই গণ্য। বিচারপতি শেখরকুমার যাদব এই প্রসঙ্গে বলেন, কোনও মহিলা সরাসরি ধর্ষণ না করলেও তিনি যদি একদল ব্যক্তির সঙ্গে মিলে তাঁকে সেই কাজ করতে সাহায্য করেন তাহলে তাঁর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা রুজু হতে পারে। ২০১৩ সালে সংশোধিত ৩৭৫ এবং ৩৭৬(ই)-র নয়া ব্যাখ্যা দিতে গিয়ে বিচারপতি একথা বলেন। ২০১৩ সালের ধর্ষণ সংক্রান্ত সংশোধিত আইন পর্যবেক্ষণ করে বিচারপতি একথা বলেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।