তুরস্ক, সিরিয়া, নিউজিল্যান্ডের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপিন্সের (Earthquake Hits Philippines) একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শক্তিশালী ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা করা হচ্ছে। সুনামির সতর্কতা জারি হয়নি। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে ভূমিকম্প হয় মধ্য ফিলিপিন্সে। জানা গিয়েছে স্থানীয় সময় রাত দুটো নাগাদ কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের (Earthquake Hits Philippines) মাসবেত প্রদেশ। ভূমিকম্পের উৎসস্থল নিকটবর্তী গ্রামের থেকে ১১ কিলোমিটার দূরে। এর আগে ফেব্রুয়ারির শুরুতেও ভূমিকম্প হয়েছিল দক্ষিণ-পূর্ব ফিলিপিন্সে। সেই সময়ও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।
আরও পড়ুন-নিউজিল্যান্ডে ভূকম্পন
সম্প্রতি বিধ্বংসী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়া (Turkey-Syria Earthquake)। দুই দেশ মিলিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪১ হাজার, আহত বহু। ঘরছাড়া হাজারও বাসিন্দা। অগুনতি মানুষকে ঠাঁই নিতে হয়েছে ত্রাণশিবিরে। উদ্ধারকাজে এবং ত্রাণসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ।