প্রতিবেদন : ভেষজ আবির তৈরিতে উৎসাহ দিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকার প্রকল্পের ঘোষণা করলেন পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে। বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়ায় তিনি বলেন, আমরা আগেই ভেষজ আবির তৈরিতে জোর দিয়েছি। আরও বেশি করে যাতে এই আবির তৈরি হয় ও অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় তার জন্য দশ লক্ষ টাকার বিশেষ প্রকল্প হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পুরুলিয়াবাসী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বক্তৃতায় আপ্লুত ছাত্ররা
গত কয়েক বছরে ভেষজ আবির রাজ্যে জনপ্রিয় হয়েছে। বিশেষ করে দোলের সময় গোটা রাজ্যেই ভেষজ আবিরের চাহিদা থাকে তুঙ্গে। বেশ ভাল দামেই বিক্রি হয় বিভিন্ন রঙের এই আবির। মূলত ফুলের পাপড়ি থেকে বিশেষ পদ্ধতিতে কোনও রকম ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই তৈরি করা হয় এই আবির।