অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ল শ্রীলঙ্কায়। এই দ্বীপরাষ্ট্রে বিদ্যুতের দাম প্রায় ২৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেদেশের বিদ্যুৎ দফতর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের থেকে বেলআউট প্যাকেজ পাওয়ার রাস্তা সুগম করতেই বিদ্যুতের মাশুল এভাবে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন-সিলিন্ডার ফেটে মৃত্যু
দেশের বিদ্যুৎমন্ত্রী কাঞ্চন ওয়াজিশেখরা বলেছেন, এই মুহূর্তে চরম আর্থিক সংকটে ভুগছে দেশ। পরিস্থিতি সামাল দিতে তাঁরা আইএমএফ-এর কাছে বেল আউট প্যাকেজের আর্জি জানিয়েছেন। ঋণ পাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আইএমএফ। যার মধ্যে রয়েছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি। উল্লেখ্য, মাস কয়েক আগে শেষবার শ্রীলঙ্কায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি হয়েছিল ২৬৫ শতাংশ। জ্বালানির সংকটের কারণে প্রতিদিন শ্রীলঙ্কায় আড়াই ঘণ্টা করে সম্পূর্ণ নিষ্প্রদীপ থাকে।