প্রতিবেদন : অর্থমন্ত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপির বর্ষীয়ান বিধায়ক। সংসদীয় রীতির গণ্ডিতে থেকেই তাঁকে মুখের মতো প্রত্যুত্তর দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার রাজ্য বাজেটের উপর আলোচনা চলার সময় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী চূড়ান্ত অসৌজন্য দেখিয়ে অর্থমন্ত্রীকে ‘অর্ধমন্ত্রী’ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন-কুঠার ছেড়ে তুলি, রামধনু-রঙ স্বপ্ন বুনছে আদিবাসীদের খোয়াব গাঁ
বেজায় বিরক্ত মন্ত্রী পাল্টা মিহির গোস্বামীকে বাক্যবাণে বিদ্ধ করেন। জবাবি ভাষণে তিনি বলেন, ‘‘মিহির গোস্বামী আমাকে অর্ধমন্ত্রী বলেছেন। একজন মহিলাকে যে মন্তব্য করেছেন, তা ঠিক নয়। আমাদের (মহিলা) প্রসব যন্ত্রণার পর আপনাদের (পুরুষ) জন্ম হয়। আমরা তো মায়ের জাত। তাই কিছু মনে করিনি। এটা ভুল করেছেন আপনি। মিহিরবাবু আপনি অমানুষ।’’ চন্দ্রিমা ভট্টাচার্যর খোঁচা দেওয়া এই শব্দ বাতিলের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিজেপির শংকর ঘোষ। বাজেট নিয়ে এদিনের আলোচনার শেষে এই আবেদন করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। বিজেপি অর্থমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। যদিও পরিষদীয় মন্ত্রী বলেছেন, কোনও অসংসদীয় শব্দ প্রয়োগ করেননি অর্থমন্ত্রী। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘প্রিভিলেজ যখন জমা দিয়েছে, তখন আমি অফিসিয়াল ডকুমেন্ট দেখে তারপর সিদ্ধান্ত নেব।’’