সংবাদদাতা, জলপাইগুড়ি : যাত্রী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। বিশেষ করে খাবার। নেই নিরাপত্তা। গত কয়েকমাসে বেশ কয়েকবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বিহারে। এরই মধ্যে আরও একটি বন্দে ভারত চালু করছে ভারতীয় রেল। শুক্রবার জলপাইগুড়িতে এসে দ্বিতীয় বন্দে ভারত চালুর কথা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল মেনেজার অংশুল গুপ্তা জানাতেই ট্রেনের ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন ধেয়ে এসেছে। দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে।
আরও পড়ুন-আজ থেকে শুরু হচ্ছে জল্পেশ মেলা
আগামী কিছুদিনের মধ্যেই এই ট্রেন চালু হবে। তবে ঠিক কবে থেকে চালু হবে তা পরিষ্কার করে কিছু বলেননি তিনি। পাশাপাশি আগামী ৩০ মার্চের মধ্যে মালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে সুপার ফাস্ট ট্রেনগুলিকে চালানো হবে৷ ইতিমধ্যেই রেললাইনের উন্নতির কাজ শুরু হয়েছে জোরকদমে৷