‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দ্বিতীয় বন্দে ভারতে প্রশ্ন নিরাপত্তা নিয়ে
ব্যথাঞ্জলি
পুষ্পাঞ্জলির দুর্বিনীত ফুল
মনোমন্দির সুন্দরী তোমার গুণ,
অঝোর অশ্রুপাতে প্রেয়সী আসবে
ব্যথাঞ্জলির সুরটা বড় করুণ।
সারা জীবনের বেদনার দুঃখভার
রূপে যার ছিলো বসন্তের লাবণ্যহার,
ছিলো না জীবনে কখনো হার-মানা হার
তোমার জীবন জীবনের সমাহার।
ছিলো তোমার আকাঙ্ক্ষা ও বাসনা
অন্তর মাঝারের কিছু দেনা-পাওনা,
অপেক্ষা সার হলো, ওগো ব্যথাঞ্জলি
বিষের পেয়ালায় তুমি হলে মৃত্যুঞ্জলি।

