প্রতিবেদন : দেশের মধ্যে প্রথম। বিশ্বে দশম অস্ত্রোপচার। এক বিরল অপারেশন হল এনআরএস হাসপাতালে (NRS Hospital)। অগ্নাশয়ে কৃত্রিম শিরা বসিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন রোগিণীকে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ৩২ বছরের গৃহবধূ পূজা গিরি। প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিলেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করেও কোনও সুরাহা হয়নি। এরপর তিনি আসেন নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালে (NRS Hospital)। চিকিৎসক উৎপল দে দেখেন তাঁর প্যানক্রিয়াস থেকে রক্ত সঞ্চালন হচ্ছে না কিডনিতে। ফলে মৃত্যুর পথে ক্রমশ এগিয়ে যাচ্ছেন ওই যুবতী গৃহবধূ। পরিবারের সদস্যদের দেখে সবকিছু জানান ডাঃ উৎপল দে। তাঁরা রাজি হন অপারেশনে। এরপর গত সপ্তাহে সাড়ে সাত ঘণ্টা ধরে অপারেশন চলে। এনআরএসের কার্ডিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে আনা হয় তাঁর জন্য কৃত্রিম শিরা। সেই শিরাকেই এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সরকারি হাসপাতালে এত বড় অপারেশন হয়েছে সম্পূর্ণ নিখরচায়। এই জটিল অপারেশন দেশের মধ্যে প্রথম হল বাংলাতেই। সারা বিশ্বে এই অপারেশনের তালিকায় দশম স্থান পেল এনআরএসের এই অস্ত্রোপচার। রোগিণী এখন যথেষ্ট ভাল। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ডাক্তারি পরীক্ষার মধ্যে থাকতে হবে। বেশ কিছু বিধিনিষেধ রয়েছে তাঁর চলাফেরায়। জীবন ফিরে পেয়ে পূজাদেবী তো বটেই, তাঁর পরিবারের মুখেও ফুটেছে হাসি।
আরও পড়ুন:পাট্টা পেয়ে আবেগাপ্লুত মাতকাতপুর