প্রতিবেদন : তুরস্কে (Earthquake- Turkey) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ হাজার। সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার। ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। যে কারণে রবিবার টানা ১৪ দিন পর উদ্ধারকার্য সমাপ্ত বলে ঘোষণা করেছে তুরস্কের বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রক। যদিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা সরকারের এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, এখনও বহু মানুষ নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো বন্ধ করতে পারে না সরকার। রাষ্ট্রসংঘ আশঙ্কা প্রকাশ করেছিল, ভূমিকম্পে (Earthquake- Turkey) মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। উদ্ধারকারীরাও আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা ৫০ হাজারের আশপাশেই থাকবে।
আরও পড়ুন:রাশিয়াকে সাহায্য! চিনকে হুমকি আমেরিকার