নয়াদিল্লি : ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ সোমবার ৫০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ ডেটা থেকে এই তথ্য মিলেছে। জানা গিয়েছে, আদানির মোট সম্পদ এখন ৪৯.১ বিলিয়ন ডলার। মাত্র এক মাস আগে এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২০ বিলিয়ন ডলার। যা তাঁকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির আসনে বসিয়েছিল। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতি নিয়ে নিউইয়র্কের হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর সবক’টি সংস্থার শেয়ার দরে বড় মাপের ধস নামে। ভারতীয় শেয়ার বাজারেও তীব্র নেতিবাচক প্রভাব পড়ে।
আরও পড়ুন-অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুযোগসুবিধা দেওয়া বন্ধ হোক, মত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
গত কয়েকদিনে আদানি গােষ্ঠীর ৯টি সংস্থা ১৩২ বিলিয়ন ডলার সম্মিলিত বাজার মূল্য হারিয়েছে। সোমবারও বাজার বন্ধের সময় আদানি গোষ্ঠীর দু’টি সংস্থা আদানি পোর্ট ও এসইজেড এবং আদানি পাওয়ার ছাড়া বাকি ৭টি সংস্থার শেয়ার দর ছিল নিম্নমুখী। আদানি গোষ্ঠী জাতীয়তাবাদের ধুয়ো তুলে হিন্ডেনবার্গের করা অভিযোগ অস্বীকার করেছে। তবে হিন্ডেনবার্গের ওই রিপোর্ট বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির উদ্বেগ বাড়িয়েছে। যার ফলে আদানির সব সংস্থার শেয়ারের দাম ক্রমশই পড়েছে। শেয়ার দরে পতনের কারণে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদের পরিমাণও কমেছে। চলতি বছরের শুরু থেকে তাঁর সম্পদ ৭১ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে তালিকাভুক্ত ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি সম্পদ কমেছে আদানির।