আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর প্রথমদিনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল জলপাইগুড়ির পরীক্ষার্থীর (Madhyamik Candidate)। এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর সেরে ফেরার পথে বৃহস্পতিবার শিলিগুড়ি বিমানবন্দরে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল নেতা গৌতম দেব ও জেলাশাসককে তিনি নিহত ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন। মাধ্যমিক, মাদ্রাসা, সিবিএসই, আইসিএসই-সহ সব বোর্ডের পরীক্ষার পরীক্ষার্থীদের শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাংলা পেরেছে, মেঘালয়ও পারবে
এদিন সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থী ও বাবার উপর হামলা চালায় দলছুট একটি দাঁতাল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও অর্জুনকে বাঁচানো যায়নি। উত্তরবঙ্গ ও মেঘালয় সফর শেষে কলকাতা ফেরার পথে শিলিগুড়িতেই এই খবর পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে জেলাশাসক ও শিলিগুড়ির মেয়রকে মৃত ছাত্রের (Madhyamik Candidate) বাড়িতে পাঠান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ঘটনায় শুনেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি মর্মাহত। জীবনে প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগেই সব শেষ হয়ে গেল।“ মুখ্যমন্ত্রী জানান, হাতির সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে কখন যে হামলা চালাবে বলা যায় না। দলছুট হাতিই ধরনের ঘটনা ঘটায়। মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন হাতির আগানাগোনা যে অঞ্চলে বেশি, সেখানে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা যায় কি না তা দেখতে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাতির সংখ্যা বৃদ্ধির বিষয়ে বারবার কেন্দ্রকে জানিয়েও লাভ হয়নি। ফলে ভুগছে বাংলা, ঝাড়খণ্ড। যদিও নেপাল বা বাংলাদেশ এই বিষয়টি অন্য ভাবে মোকাবিলা করে। তবে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ফাজিল, সিবিএসই, আইসিএসই-সহ সব বোর্ডের পরীক্ষার্থীদের শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।