পথচারীদের সচেতন করতেই এক নতুন উদ্যোগ নিলেন হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। বৃহস্পতিবার মহাত্মা গান্ধী রোডে সৌভিক চক্রবর্তীর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। বেপরোয়াভাবে রাস্তা পারাপার এবং পথ চলার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিই ছিল কর্মসূচির প্রধান লক্ষ্য। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সেদিকেও নজর ছিল ট্রাফিক পুলিশের।
আরও পড়ুন: বাংলাকে বনধের রাজনীতি থেকে মুক্ত করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
কর্মসূচিতে বেপরোয়াভাবে রাস্তা পার, মোবাইলে কানে রাস্তায় হাঁটা-সহ বিভিন্ন অসচেতনতামূলক কাজের জন্য ঘটতে পারে এমন বিপদের কথা, জীবনের ঝুঁকির সম্ভাবনার কথা সম্পর্কে অবগত করা হয় পথচারীদের। তাঁরা পুলিশকে প্রতিশ্রুতি দেন, এমন কাজ তাঁরা কখনও করবেন না। সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ।