প্রতিবেদন : রাজ্যের প্রতিটি প্রান্তে শহরে-গ্রামে ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, দাবি শুনে এসেছেন দিদির দূতেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরেও নিয়মিত সাধারণ মানুষের বহু বার্তা এসে জমা হয়। এবার সেইসব অভাব-অভিযোগ-দাবির যথাযথ নিরসনে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার সমস্ত দফতরের সচিবদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ সেলে যেসব সমস্যার কথা জমা পড়েছে, তা দ্রুততার সঙ্গে সমাধান করার লক্ষ্যেই এই প্রশাসনিক বৈঠক।
আরও পড়ুন-মাধ্যমিক : সাবোতাজের চেষ্টা করেও মুখ পুড়ল বিজেপির
পাশাপাশি দিদির দূত কর্মসূচিতে উঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
১১ জানুয়ারি থেকে দু’মাস ব্যাপী দিদির দূত কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে সেই কর্মসূচিতে বিপুল সাড়া মিলেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বনগাঁ—দিদির দূতেরা মহল্লায় মহল্লায় ঘুরে যেসব অভিযোগ পেয়েছেন সাধারণ মানুষের থেকে তাই মূলত সরকারের কাছে জমা পড়েছে। মনে করা হচ্ছে, দফতর ধরে ধরে সেইসব সমস্যা বাছাই করে তার সমাধানের নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-রেপো রেট : আবার বাড়ছে মধ্যবিত্তের অশনি সঙ্কেত
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গ্রাম, শহর, মফস্বলে ঘুরে প্রথম উদ্দেশ্য ইতিমধ্যে হাসিল করে ফেলেছে তৃণমূল। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরাসরি নিজেদের কথা মন খুলে জানিয়েছেন সাধারণ মানুষ। যাঁকে মানুষের মনের কথা বলে অভিহিত করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর মানুষের আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেসব সমস্যার কথা মানুষ জানিয়েছেন, তার সমাধান করার পালা এখন। এবং তা যথাসম্ভব পঞ্চায়েত ভোটের আগেই করে ফেলা। সোমবার সে ব্যাপারে গোটা সরকারকে নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।