প্রতিবেদন : সামনের শীতে পরিচিত একটি রোগ করোনার পাশাপাশি ভয়াবহ রূপ নিতে পারে। আর তা হল ইনফ্লুয়েঞ্জা। আগেভাগেই সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা। বিশেষ করে শীতপ্রধান দেশগুলিতে ফ্লু-এর প্রকোপ এবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
করোনা অতিমারির গতিবিধির দিকে নজর রাখতে গিয়েই ইনফ্লুয়েঞ্জা নিয়ে এই নতুন সমস্যার বিষয়ে লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক ব্রিটিশ গবেষণাপত্রের প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ এর টিকার সঙ্গে যাঁরা ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়েছেন তাঁরাও যেন আসন্ন শীতকালে খুব সাবধানে থাকেন।
আরও পড়ুন :ভুল রিপোর্ট: টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া কেনার তথ্য খারিজ করল সরকার
কারণ, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে দেখা দিয়েছে ফ্লু’র সংক্রমণ। এই প্রসঙ্গে প্যারিসের এক সম্মেলনে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মহামারি বিশেষজ্ঞ নেইল ফারগুসন বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই মুহূর্তে মানুষ বেশি সতর্ক করোনা নিয়ে, ইনফ্লুয়েঞ্জা নিয়ে মানুষ অতটা চিন্তিত নয়। কিন্তু শীতপ্রধান দেশের মানুষের এনিয়ে এখনই সতর্ক হয়ে যাওয়া উচিৎ। পাশাপাশি তাঁর সতর্কবার্তা করোনা নিয়েও। নেইল ফারগুসন বলেছেন, আসন্ন শীতের মরশুমে করোনা অপেক্ষাকৃত বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর ফের অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করছি।