সকাল থেকেই ভোটদান পর্ব শুরু হয়েছে সাগরদিঘিতে (Sagardighi Election)। এরইমধ্যে কংগ্রেস-বিজেপি (Congress-BJP) অশুভ আঁতাত প্রকাশ্য। একইসঙ্গে প্রমাণিত হল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjeee) দাবিও। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস ও বিজেপির মধ্যে আঁতাতের ছবি নির্বাচনী প্রচারে গিয়ে সামনে এনেছিলেন অভিষেক। সেদিন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের সঙ্গে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে অভিষেক অশুভ আঁতাতের অভিযোগ তুলেছিলেন। শুভেন্দু ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী বায়রন জিতলে বিজেপিতে চলে যাবেন বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই দাবি যে অমূলক নয়, আজ ভোট গ্রহণের দিন তা আবার স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন: স্বৈরাচারী উপাচার্যের অপসারণ দাবি বিশিষ্টদের
সোমবার সকাল সকাল একটি বুথে একফ্রেমে ধরা দিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। হাত ধরাধরি করে আবার ছবিও দিলেন দুই প্রার্থী। তাঁদের শরীরী ভাষা বলে দিচ্ছে, এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যর ছবি নয়, তার বাইরে একটি অশুভ বোঝাপড়ার ছবি। আসলে কংগ্রেস ও বিজেপি প্রার্থী, দুজনের শুভেন্দু ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতা।
মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে, বায়রন বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করার পিছনে শুভেন্দুর (Suvendu Adhikary) অবদান রয়েছে। সবমিলিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে এজেবারে রামধনু জোট করে সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi Election) বৈতরণী পার হতে চাইছে বিরোধীরা।