সংবাদদাতা, জঙ্গিপুর : সাগরদিঘি (Sagradighi) উপনির্বাচনে নির্ণায়ক হবেন মহিলা ভোটাররাই। মোট ভোটার ছিলেন ২,৪৬,০৯৬। পুরুষ ১,২৪,৬৬৪ আর মহিলা ১,২১,৪২৭। তৃতীয় লিঙ্গের পাঁচজন। ভোট পড়েছে ৭৫.১৮ শতাংশ। ২৪৬ বুথে সোমবার ১,৮৫,০১২ জন ভোট দিয়েছেন। পুরুষ ৮৫,৫৫৪, মহিলা ৯৯,৪৫৮ জন। অর্থাৎ ১৩,৯০৪ জন বেশি মহিলা ভোট দিয়েছেন। বাহিলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ নম্বর বুথে ৬৩০ জন মহিলা ভোট দিয়েছেন। যা ওই বিধানসভায় কোনও বুথে সর্বোচ্চ মহিলা ভোটদান। চামাগ্রাম হাইস্কুলের ৭৯ নম্বর বুথে ৫৬২ জন পুরুষ ভোট দিয়েছেন, যা সর্বোচ্চ পুরুষ ভোটদান। মহিলারা বেশি সংখ্যায় ভোট দেওয়ায় খুশি তৃণমূল। দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গ্রামে পরিকাঠামোর অভাবনীয় উন্নয়ন হয়েছে। সে কারণেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, সাগরদিঘির অনেকে অন্য রাজ্যে কর্মরত। তাই পুরুষ ভোটারের সংখ্যা একটু কম ছিল। তবে মহিলারা তৃণমূলকেই ঢেলে ভোট দিয়েছেন। তৃণমূল প্রার্থীই জয়ী হবে। বিজেপির মুর্শিদাবাদ (উত্তর) সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের দাবি, মহিলারা তাঁদেরই ভোট দিয়েছেন।
আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাস সতর্কতায় নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের