ইন্দোর: বিদেশি স্পিনাররা ছড়ি ঘোরাচ্ছেন। তাঁদের সামনে কুঁকড়ে রয়েছে ভারতীয় (Australia vs India) ব্যাটিং। তাও আবার নিজেদের মাঠে। এই দৃশ্য খুব বেশি দেখা যায় না। সবাই উল্টোটা দেখে অভ্যস্ত। কিন্তু বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলীয় স্পিনাররা এই দাপটই দেখিয়ে গেলেন। সারাক্ষণ স্লিপ, সিলি পয়েন্ট, ফরোয়ার্ড শর্ট লেগ দিয়ে খাঁচাবন্দি করে রাখলেন ভারতীয় ব্যাটারদের।
ম্যাথু কুনেমান, নাথান লিয়ন ও টড মার্ফি এক হাত করে বল ঘোরালেন। একেবারে স্কোয়ার টার্ন। দেখে প্রশ্ন উঠতে পারে, নাগপুর ও দিল্লিতে বাজিমাতের পর ইন্দোরে স্পিনের উইকেট বুমেরাং হয়ে গেল কি না। পরেরদিকে অস্ট্রেলীয়দের (Australia vs India) ব্যাটিংয়ের সময় তিন ভারতীয় স্পিনার কিন্তু এই চাপ রাখতে পারেননি। তা সে রবীন্দ্র জাদেজা যতই একা চার উইকেট নিন। তখন মনে হয়েছে উইকেট সহজ হয়ে গিয়েছে। অশ্বিন-অক্ষররা এই চাপ রাখতে পারলে প্রথম দিন ৪৭ রানের লিড পেত না অস্ট্রেলিয়া। ভারতের ১০৯ রানের জবাবে তাদের ৪ উইকেটে ১৫৬ রানও উঠত না। তবে সারাদিনে পড়েছে ১৪টি উইকেট।
লাঞ্চের ঠিক পরেই অল আউট হয়ে যায় ভারত। পূজারার বলটা নিচু হয়েছে। অনেকটা ঘুরেছে। কিন্তু বেশিরভাগ উইকেটই এসেছে শট নির্বাচনের ভুলে। অস্ট্রেলিয়া কিন্তু প্রথম দিন যে ৫৪ ওভার খেলেছে, তাতে ব্যাটারদের এমন ভুল ছিল না। ট্রাভিস হেডকে (৯) জাদেজা যখন তুলে নেন, অস্ট্রেলিয়ার রান ১২। এরপর ওসমান খাওয়াজা (৬০) আর মার্নাস লাবুশানে (৩১) মিলে দ্বিতীয় উইকেটে ৯৬ রান জুড়ে পরিস্থিতি সামলে নেন। অধিনায়ক স্টিভ স্মিথ ২৬ রান করেছেন। পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরুন গ্রিন ৬ নট আউট রয়েছেন। অস্ট্রেলিয়ার চারটি উইকেটই নিয়েছেন জাদেজা।
কে এল রাহুল না শুভমন গিল, এই নিয়ে গত কয়েকদিনের চর্চার মধ্যে একটা জিনিস সবার নজর এড়িয়েছে। ভারতীয় ব্যাটিং কিন্তু প্রথম দুই টেস্টে ততটা ভাল হয়নি, যতটা প্রত্যাশিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়া খুব খারাপ খেলার জন্য রোহিতরা চাপে পড়েননি। তৃতীয় টেস্টের প্রথমদিন প্রথম সেশনেই সেই চাপটা এল। তাতে শেষপর্যন্ত ১০৯ রানে ইনিংস শেষ হয়ে গেল ভারতের। সবথেকে বেশি রান বিরাট কোহলির ২২। এরপর শুভমনের ২১। এই এক তথ্যেই ভারতীয় ব্যাটিংয়ের দৈন্যদশা পরিষ্কার।
টেস্ট ম্যাচের প্রথম দিন প্রথম দু’ঘন্টায় সিমাররা ছড়ি ঘোরাবেন, এটাই এতদিন দেখে এসেছে ক্রিকেট। কিন্তু হোলকার স্টেডিয়ামে দেখা গেল অন্য ছবি। লাঞ্চের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত। লাঞ্চের পর রোহিতদের ইনিংস শেষ হয়ে গেল ৩৩.২ ওভারে। কিন্তু এমন ব্যাটিং ভরাডুবিতে কোনও ভূমিকা ছিল না দুই সিমার মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিনের। দু’জনে মিলে মোটে ৭ ওভার বল করলেন। বাকিটা অস্ট্রেলীয় স্পিনারদের কীর্তি।
লাল মাটির এই উইকেটে বল ঘুরবে, এটা জানাই ছিল। কিন্তু এরকম টার্নার হবে জানলে রোহিত শর্মা হয়তো টস জিতে আগে ব্যাটিং নিতেন না। রাহুলকে বসিয়ে এই ম্যাচে শুভমনকে আনা হয়েছে। একটা সময় বিনা উইকেটে ২৭ রানও তুলে ফেলেছিলেন দুই ওপেনার। কিন্তু ম্যাথু কুনেমানকে স্টেপ আউট করে মাঠের বাইরে ফেলতে গিয়ে রোহিত (১২) অ্যালেক্স ক্যারির হাতে স্ট্যাম্পড হওয়ার পর থেকে পরপর উইকেট চলে গেল ভারতের। শুভমন (২১) ফের কুনেমানকে উইকেট দিয়ে গেলেন। তারপর পূজারা (১), জাদেজা (৪), শ্রেয়স (০) ও বিরাট (২২) আউট হয়েছেন স্পিনারদের সামনে।
৭০ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর ভারত একশো করতে পারবে কি না সেই প্রশ্ন ছিল। রানটা একশো পার করেছে উইকেটকিপার ভরত (১৭), অক্ষর (১২ নট আউট) ও উমেশ (১৭) যাদবের জন্য। ৯ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে গেলেন কুনেমান। এটা তাঁর প্রথম পাঁচ উইকেট। ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন নাথান লিয়ন। এছাড়া ২৩ রানে ১ উইকেট টড মার্ফির।
স্কোরবোর্ড, প্রথম দিন
ভারত (প্রথম ইনিংস)
রোহিত শর্মা স্টাম্প ক্যারি বো কুনেম্যান ১২, শুভমন গিল ক স্মিথ বো কুনেমান ২১, চেতেশ্বর পূজারা বোল্ড লিয়ন ১, বিরাট কোহলি এলবিডব্লু বো মারফি ২২, রবীন্দ্র জাদেজা ক কুনেমান বো লিয়ন ৪, শ্রেয়স আইয়ার বোল্ড কুনেমান ০, শিকর ভরত এলবিডব্লু বো লিয়ন ১৭, অক্ষর প্যাটেল নট আউট ১২, রবিচন্দ্রন অশ্বিন ক ক্যারি বো কুনেমান ৩, উমেশ যাদব এলবিডব্লু বো কুনেমান ১৭, মহম্মদ সিরাজ রান আউট ০। অতিরিক্ত : ০। মোট (৩৩.২ অলআউট) : ১০৯ রান। বোলিং: মিচেল স্টার্ক ৫-০-২১-০, ক্যামেরন গ্রিন ২-০-১৪-০, ম্যাথু কুনেমান ৯-২-১৬-৫, নাথান লিয়ন ১১.২-৩৫-৩, টড মারফি ৬-১-২৩-১।
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)
ট্র্যাভিস হেড এলবিডব্লু বো জাদেজা ৯, উসমান খোয়াজা ক শুভমন বো জাদেজা ৬০, মার্নাস লাবুশানে বোল্ড জাদেজা ৩১, স্টিভ স্মিথ ক ভরত বো জাদেজা ২৬, পিটার হ্যান্ডসকম্ব নট আউট ৭, ক্যামেরন গ্রিন নট আউট ৬, অতিরিক্ত: ১৭। মোট (৫৪ ওভারে ৪ উইকেটে) : ১৫৬ রান। বোলিং : রবিচন্দ্রন অশ্বিন ১৬-২-৪০-, রবীন্দ্র জাদেজা ২৪-৬-৬৩-৪, অক্ষর প্যাটেল ৯-০-২৯-০, উমেশ যাদব ২-০-৪-০, মহম্মদ সিরাজ ৩-০-৭-০।