সংবাদদাতা, কোচবিহার : বিজেপির দুর্নীতির পর্দা ফাঁস। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে একটি গাড়িতে যে প্রচুর অস্ত্র ছিল তার ভিডিও এল প্রকাশ্যে। বুধবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যলয়ে একটি সাংবাদিক বৈঠক করে এই ভিডিও প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmik)। ভিডিওটিতে দেখা গিয়েছে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) যখন গাড়ি থেকে নামলেন বুড়িরহাট এলাকায় তখন পিছনের গাড়ি কয়েকজন নামল। তাদের হাতে লোহার রড, বাঁশ, ধারালো অস্ত্র, হকির স্টিক, আগ্নেয়াস্ত্র। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। এদিন বড় স্ক্রিনে এই ভিডিও সাংবাদিকদের দেখিয়ে তৃণমূল কংগ্রেসের জেলাসভাপতি বলেন, পঞ্চাশটি গাড়ির কনভয়ে সমস্ত অস্ত্রশস্ত্র ও দুষ্কৃতীদের নিয়ে গিয়ে বুড়িরহাট এলাকাকে অশান্ত করেছে প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিক বৈঠকে ছিলেন দলীয় চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি রমাকান্ত বর্মন, শুচিস্মিতা দেবশর্মা, আবদুল জলিল আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: ডাকাতির আসামি বিজেপি বিধায়ক!