পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : মাসের পর মাস ধরে রাস্তা আটকে চলতে থাকা কৃষক বিক্ষোভ যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, তা স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত৷ অদূর ভবিষ্যতে এব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করার আভাস দিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ এম খানউইলকর এবং টি রবিকুমার তীব্র ভৎর্সনা করেছেন কৃষক সংগঠন কিষান মহাপঞ্চায়েতকে৷ দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে বিগত ৯ মাস ধরে কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিরা৷
আরও পড়ুন : উৎসবে রাজ্যে রাজ্যে, সতর্কতা, সঙ্গে ছাড়ও
এর পরে তাঁরা আবার দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তর-এ কিষান সত্যাগ্রহ আয়োজনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ এতেই ধৈর্য্যচ্যুতি ঘটেছে সুপ্রিম কোর্টের৷ শুক্রবার কিষান মহাপঞ্চায়েতের আর্জি শুনেই বিচারপতি এ এম খানউইলকরের পালটা প্রশ্ন, গোটা শহরটাকেই তো শ্বাসরুদ্ধ করে দিয়েছেন, এখন আবার শহরের ভিতরে আন্দোলন করতে চাইছেন? এসব চলবে না।