প্রতিবেদন : আজ মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ড (Meghalaya- Tripura- Nagaland) বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। গোটা দেশ উন্মুখ হয়ে আছে উত্তর-পূর্বের এই তিন রাজ্যের নির্বাচনী ফলের জন্য। ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় টেলিভিশন ও বেসরকারি সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মেঘালয়ে ‘ডিসাইডিং ফ্যক্টর’ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বর্তমান শাসক দল এনপিপির একচ্ছত্র রাজ করার দিন শেষ। এত হুংকার দিয়ে কনসার্ট করে প্রধানমন্ত্রীকে দিয়ে রোড-শো, জনসভা করিয়েও মেঘালয়ে বিশেষ লাভ পাচ্ছে না বিজেপি৷ এবার পরিবর্তনের লক্ষ্যেই ভোট দিয়েছেন মেঘালয়বাসী। আজ সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশিত হবে। মুর্শিদাবাদ (Murshidabad) তো বটেই গোটা বাংলার নজর থাকবে এই নির্বাচনী ফলাফলের দিকে। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। এই উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস-সিপিএম-বিজেপির অশুভ আঁতাত ইতিমধ্যেই সামনে চলে এসেছে। এমনকী কংগ্রেসের দেউলিয়াপনাও এখন সার্বিক চর্চার বিষয়। যেভাবে তারা বিজেপির দালালি করছে তাতে দিল্লিতে বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এসব অশুভ আঁতাত ও বৃহত্তর ষড়যন্ত্র সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের জেতার মার্জিন কত হবে তা নিয়েই চর্চা চলছে দলের ভিতরে-বাইরে। ২০১১ সালের পর থেকে সাগরদিঘি কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলেই থেকেছে। এবারও তার ব্যতিক্রম হবে না।
আরও পড়ুন: আজ বিকেলেই জানা যাবে সাগরদিঘি কার
ত্রিপুরাতেও জোর লড়াই দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে প্রচার পর্বের ছত্রে ছত্রে সন্ত্রাসের মোকাবিলা করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এখানে ডাবল ইঞ্জিন সরকার থাকলেও উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। তিতিবিরক্ত সাধারণ মানুষ। কিন্তু সন্ত্রাসের আবহে ভোট হওয়ায় সেখানে ত্রিপুরাবাসী (Meghalaya- Tripura- Nagaland) কতটা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাবে সে-প্রশ্ন নির্বাচনের আগে থেকেই ছিল। ভোটের দিন বিজেপির লাগামহীন সন্ত্রাস সেই ধারণাকেই আরও পোক্ত করেছে। এখন দেখার ইভিএম আসলে কী বলে এই তিন রাজ্যে।