প্রতিবেদন : আন্দামানের (Andaman) পর এবার গুপ্তচর বেলুনের (Pak Balloon) সন্ধান মিলল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। মঙ্গলবার সিমলার কুমারসাইন এলাকায় একটি সবুজ রঙের সন্দেহজনক বেলুন উড়তে দেখা যায়। পরে মালন্দি গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রামে একটি আপেল বাগান থেকে ওই বেলুনটি উদ্ধার করা হয়। দেখতে সবুজ প্লেনের মতো ওই বেলুনটির গায়ে আঁকা ছিল পাকিস্তানের পতাকা।
আরও পড়ুন: মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ফল
প্রেমনগর গ্রামের বাসিন্দা প্রেমচাঁদের আপেল বাগান থেকে ওই বেলুনটি মেলে। প্রেমচাঁদ পুলিশকে জানিয়েছেন, আপেল বাগানে তাঁর ছেলে-মেয়েরা একটি সবুজ রঙের প্লেনের মতো জিনিস নিয়ে খেলা করছিল। কাছে গিয়ে তিনি দেখেন, জিনিসটি একটি বেলুন (Pak Balloon) এবং ওই বেলুনের গায়ে আঁকা রয়েছে পাকিস্তানের পতাকা। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি পুলিশকে জানান। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, বেলুনটি পাকিস্তানের। তবে ওই বেলুনটি কোথা থেকে, কে বা কেন উড়িয়েছিল তা এখনও অজানা। পুলিশ জানিয়েছে পাকিস্তানের পাঠানো বেলুনটি কোনও কারণে মাঝপথে ফেটে যায়। সে কারণে মাটিতে আছে পড়েছে।
উল্লেখ্য, এক বছর আগে ভারতে বঙ্গোপসাগরের বুকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও এ ধরনের কিছু উড়ন্ত বস্তু দেখা গিয়েছিল। মূলত বঙ্গোপসাগরের যে অংশে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেই জায়গার কাছাকাছি এলাকাতেই উড়েছিল ওই বেলুন। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রের ভাণ্ডার সম্পর্কে গোপন রিপোর্ট সংগ্রহ করতে ওই গুপ্তচর বেলুন পাঠানো হয়েছিল।