প্রতিবেদন : কিবু ভিকুনাকে (kibu vicuna) কোচ রেখেই আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনে নেমেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত মরশুমে প্রথমবার কলকাতা লিগে খেলেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সাংসদ অভিষেক আরও ভাল দল গড়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই দলগঠনের কাজ চলছে জোরকদমে।
ক্লাব সূত্রের খবর, স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই দল গড়ার কাজ চলছে। গতবারের দল থেকে বেশকিছু ফুটবলার ধরে রাখার পাশাপাশি নতুন কিছু ভাল ফুটবলার নেওয়া হচ্ছে। একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। কাস্টমসের হয়ে গতবার কলকাতা লিগে ভাল খেলা এবং বাংলার হয়ে জাতীয় গেমস ও সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে সর্বোচ্চ গোলদাতা নরহরি শ্রেষ্ঠাকে দলে নিতে উদ্যোগী ডায়মন্ড হারবার। গত বছর বাংলা সন্তোষের ফাইনাল খেলেছিল যাঁর নেতৃত্বে, সেই মনোতোষ চাকলাদারকেও নিতে চায় ক্লাব। কথাবার্তা চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ক্ষুব্ধ দ্রাবিড়, তির তাঁর দিকেও
আইএসএল এবং আই লিগে খেলা বেশ কিছু ভারতীয় ফুটবলারের দিকে নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) কর্তাদের। কলকাতার ক্লাবে খেলা দু-একজন বিদেশি যাঁরা ভারতীয় নাগরিকত্বের খোঁজে রয়েছেন, তাঁদের দিকেও নজর রয়েছে ক্লাবের। গত মরশুমের দল থেকে অভিষেক দাস, গৌতম কুজুর, বিক্রমজিৎ সিং, সুকুরাম সর্দার, তুহিন শিকদার, সন্দীপ পাত্রের মতো ফুটবলারদের রেখে দেওয়া হতে পারে।