খুব বেশি দিনের সংগঠন মেঘালয়ে (Meghalaya) নয় তৃণমূল কংগ্রেসের। এর মধ্যেই সফলতার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপিকে(BJP) জোর টক্কর দিয়ে ১৫ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ী হয়েছেন ৫ তৃণমূল প্রার্থী। বিধানসভা নির্বাচনে বিজেপিকে আসন চ্যুত করায় মেঘালয়বাসীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতবার শাসক হিসেবে ক্ষমতায় থাকা বিজেপি এবার পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট আসন সংখ্যা মাত্র ৩।
আরও পড়ুন-মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে মেঘ রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি বিনীতভাবে মেঘালয়ের ভোটারদের ধন্যবাদ জানাই আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য এবং আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য। AITC নির্বাচিত ৫ জন বিধায়ককে অভিনন্দন। আমি রাজ্য জুড়ে প্রতিটি দলীয় কর্মীকে ধন্যবাদ জানাতে চাই গত এক বছরে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য।’
আরও পড়ুন-মেঘালয়ে রাজবালা আসনে জয়ী তৃণমূল, ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন তিনি আরও লেখেন, ‘আমি এই সুন্দর পার্বত্য রাজ্যের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই যে আমরা একটি দায়িত্বশীল বিরোধী হিসাবে অবিরত থাকব এবং ভবিষ্যতে জনগণকে আন্তরিকভাবে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব।’
I wish to reiterate our commitment towards the people of this beautiful hill state that we will continue to be a responsible opposition & keep working tirelessly to serve the people wholeheartedly in the times to come. (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) March 2, 2023