সংবাদদাতা, শান্তিনিকেতন : অমর্ত্যর সেনের আধার কার্ড তৈরির তথ্যচিত্র ডাক বিভাগের অফিসিয়াল পেজে। এক মুহূর্তে তা ভাইরাল। নোবেলজয়ীর এতদিন আধার কার্ড ছিল না! জানুয়ারি মাসে শান্তিনিকেতনে এসে উনি আধার কার্ডের জন্য বোলপুরের মহকুমাশাসকের কাছে আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন-গ্রামে গ্রামে বিজেপির তাণ্ডব ভিডিও
জেলা প্রশাসন সঙ্গে সঙ্গে জানায় বীরভূম ডিভিশনের ডাক বিভাগকে৷ ১৭ ফেব্রুয়ারি ডাক বিভাগ তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে হাজির হন প্রতীচীতে। পুরো প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করে তারা। পরে সমস্ত ভিডিও ক্লিপ একত্রিত করে তৈরি করা হয়েছে একটি তথ্যচিত্র৷ সেটিই পোস্ট করা হয়েছে ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে৷ যা মুহূর্তে ভাইরাল হয়েছে। ডাককর্মীরা রীতিমতো গর্বিত ওঁর মতো এক বিশিষ্টজনের আধার কার্ড তৈরি করতে পেরে।