প্রতিবেদন : নির্বাচনী ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই অশান্তি শুরু হয়েছে মেঘালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেঘালয়ের কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বৃহস্পতিবারই নাগাল্যান্ড ও ত্রিপুরার সঙ্গেই মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই মেঘালয়ের জয়ন্তিয়া হিলে অশান্তি শুরু হয়।
আরও পড়ুন-মোদি সরকারে স্বচ্ছতা নেই সরব প্রাক্তন বিচারপতি
বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার জেরে বৃহস্পতিবারই রাতেই মেঘালয়ের সাসনিয়াং গ্রামে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। পশ্চিম জয়ন্তিয়া হিল প্রশাসন জানিয়েছে, ফল প্রকাশের পর দফায় দফায় অশান্তির জেরে পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোট গণনা ও ফল প্রকাশ মিটতেই সাসনিয়ং গ্রামে অশান্তি শুরু হয়।
আরও পড়ুন-গাহিতে হয় দুই জনে
বেশ কয়েকটি জায়গা থেকে সংঘর্ষের খবর মেলে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তা নিশ্চিত করতেই এবং শান্তি বজায় রাখতে ওই অঞ্চলগুলিতে কারফিউ জারি করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই মেঘালয়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তি শুরু হয়।