নয়াদিল্লি, ৪ মার্চ : হার্দিক পান্ডিয়ার মতো জেনুইন অলরাউন্ডারকে কেন টেস্টে খেলানো হচ্ছে না? প্রশ্ন তুললেন ইয়ান চ্যাপেল (Ian Chappell- Hardik Pandya)। ২০১৮ সালের পর থেকে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি হার্দিক। তবে চোট সারিয়ে মাঠে ফেরার পর, সাদা বলের ফরম্যাটে চুটিয়ে খেলছেন তিনি। টি-২০ ক্রিকেটে দলকে নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু টেস্টে খেলছেন না। এই প্রসঙ্গে কিছুদিন আগে হার্দিক নিজে বলেছিলেন, ‘‘আগে নীল জার্সিতে (ওয়ান ডে এবং টি-২০) পুরোপুরি মানিয়ে নিই। তারপর সাদা জার্সি (টেস্ট) নিয়ে ভাবব।’’ যদিও নিজের কলামে চ্যাপেল (Ian Chappell- Hardik Pandya) লিখেছেন, ‘‘হার্দিক পান্ডিয়া কেন ভারতীয় টেস্ট দলে নেই, তা আমি বুঝতে পারছি না! লোকের মুখে শুনছি, ও টানা বোলিং করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন, এটা কে বলছে? চিকিৎসকরা নাকি ক্রিকেটের সঙ্গে যুক্তরা? যদি পান্ডিয়া খেলতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই ওকে টেস্ট দলে রাখা উচিত। ও ভাল ব্যাটার, বোলিংটাও ঠিকঠাক করে এবং অবশ্যই দুর্দান্ত ফিল্ডার।’’ প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক আরও যোগ করেছেন, ‘‘টেস্ট দলে সঠিক ভারসাম্যের জন্য অস্ট্রেলিয়ার যেমন ক্যামেরন গ্রিনকে দরকার, তেমনই ভারতের হার্দিককে।’’
আরও পড়ুন: গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখছে বিজেপি