প্রতিবেদন : ভবানীপুরে হেভিওয়েট ভোট পর্ব শেষ। প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএম বন্দি অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর কঠোর নজরদারিতে স্ট্রং রুমের গর্ভে নিহিত। রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর, সমশেরগঞ্জ এবং ভবানীপুর আসনের ভোটগণনা ও ফলপ্রকাশ। ভোটগ্রহণের মতো গণনার দিনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের বাইরে তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রবিবার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের ভোটগণনা হবে।
আরও পড়ুন : লক্ষ্য রেকর্ড মার্জিন, গান্ধী জয়ন্তী থেকেই খড়দহে ঝাঁপিয়ে পড়ছেন কৃষিমন্ত্রী শোভনদেব
সকাল আটটা থেকে শুরু হয়ে মোট ২১ রাউন্ড গণনা হবে। অর্থাৎ ওই দিন দুপুর দুটোর মধ্যে চূড়ান্ত ফলাফল সামনে চলে আসবে বলে মনে করছে কমিশন। শুক্রবার সকাল থেকে সেখানে এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তিনটি শিফটে পালা করে তাঁরা ইভিএম ও গণনাকেন্দ্র পাহারা দিচ্ছেন। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। মাঝখানে প্রতিদিন রিটার্নিং অফিসারকে একবার সকালে ও একবার বিকেলে গিয়ে স্ট্রং রুম এবং ভোটগণনা কেন্দ্রে নিরাপত্তা খতিয়ে দেখে আসার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের দিনের মতো গণনার দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রেও থাকবে মোট তিনটি বলয়। একেবারেই প্রথমে থাকবে রাজ্য পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং তৃতীয় বলয়ে থাকবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় বলয় থেকেই সিসিটিভি লাগানো থাকবে। গণনা কেন্দ্রের ভিতর সাদা কাগজ আর পেন ছাড়া কাউকেই কোনও কিছু নিয়েই প্রবেশ করতে দেওয়া হবে না। একমাত্র রিটার্নিং অফিসার ও অবজারভার ব্যবহার করতে পারবেন মোবাইল ফোন। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ভোটকর্মীদের করোনা পরীক্ষার নেতিবাচক সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।