প্রতিবেদন : ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে (Russia) চড়া মাশুল চোকাতে হবে। এখানেই শেষ নয়, যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে তাঁরা মস্কোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলফ সোলাৎজ (Joe Biden- Olaf Scholz)। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও এদিন যুদ্ধ নিয়ে চিনকে কড়া বার্তা দিয়েছে।
ইইউ এক বিবৃতিতে সাফ জানিয়েছে, বেজিং যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শুক্রবার ওয়াশিংটনে বাইডেনের মুখোমুখি হন সোলাৎজ (Joe Biden- Olaf Scholz)। যুদ্ধের এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে নতুন করে বিপুল পরিমাণ অস্ত্র সাহায্য করার কথা জানিয়েছেন। যার মধ্যে অত্যাধুনিক ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র রয়েছে। বাইডেনের সঙ্গে বৈঠকে সোলাৎজ যুদ্ধ পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। যুদ্ধের কারণে গোটা দুনিয়াকে যে সমস্যায় পড়তে হয়েছে সে বিষয়েও কথা বলেন। আলোচনা করেন চিন-রাশিয়া সম্পর্ক নিয়েও। দুই রাষ্ট্রনেতাই মনে করেন, রাশিয়া জোর করে ইউক্রেনের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তাই তাদের উপযুক্ত জবাব দেওয়া দরকার।
আরও পড়ুন: আমেরিকার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ চিন