প্রতিবেদন : মঙ্গলবার দোলযাত্রা। দু’বছরের কোভিড অতিমারি কাল পেরিয়ে ফের রঙের উত্সবে মেতে উঠতে প্রস্তুত রাজ্যবাসী। চলছে নানা উত্সব উদযাপনের আয়োজন। এদিন থেকেই রংখেলায় মেতে উঠতে দেখা যাচ্ছে নানা বয়সিদের। দোল পূর্ণিমার উৎসব উপলক্ষে নদিয়ার শান্তিপুর, মায়াপুর ইসকন মন্দির, নবদ্বীপধাম সহ নানা শ্রীকৃষ্ণ ও গৌড়ীয় পুণ্যধামে নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন-মুখ পুড়ল বিজেপির আবাসে দুর্নীতি হয়নি
চিরাচরিত ধর্মীয় ঐতিহ্য মেনে অন্যান্যবারের মতো এবারও দোলপূর্ণিমা তথা শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব তৃতীয় উপলক্ষে বাগবাজার গৌরীয় মিশনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী ভাগবত সভা, গৌড় পরিক্রমা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে চিরাচরিত প্রথা অনুযায়ী হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তি দূর করার প্রথাও পালিত হচ্ছে। এদিকে দোল ও হোলি উত্সবে জঙ্গিহানার সতর্কবার্তা থাকায় গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতায় এই দু’দিন অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন।