মাঠে নামলেন কাইথ, প্রস্তুতি মোহনবাগানের

ওড়িশা ম্যাচ জেতার পরে আনন্দ না করে উদ্বেগ প্রকাশ করেছিলেন জুয়ান। তাঁর বক্তব্য ছিল, ‘‘চোটের জন্য দু-তিনজন অনিশ্চিত।

Must read

প্রতিবেদন : সোমবার সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। বৃহস্পতিবার আইএসএলের প্রথম লেগে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ শক্তিশালী। তাই সতর্ক টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-দোলকে ঘিরে কড়া নিরাপত্তা

গোড়ালির গুরুতর চোটের জন্য হায়দরাবাদ ম্যাচে অনিশ্চিত দলের অন্যতম সেরা উইঙ্গার আশিক কুরুনিয়ন। লিস্টন কোলাসো ছন্দে নেই। তাই সেমিফাইনালের কম্বিনেশন ঠিক করতে রীতিমতো হিমশিম অবস্থা বাগান কোচের। আশিকের পরিবর্তে কে খেলবেন তা নিয়ে পরিকল্পনা তৈরিতে ব্যস্ত জুয়ান। তিনি প্ল্যান বি তৈরি রাখছেন। তরুণ কিয়ান নাসিরিকেও শুরু থেকে মাঠে নামাতে পারেন। পাশাপাশি বুমোসের জায়গাও বদল করতে পারেন। ওড়িশা ম্যাচে চোট পেয়েছিলেন গোলকিপার বিশাল কাইথ। যা নিয়ে খুব উদ্বেগে ছিলেন সবুজ-মেরুন কোচ। কাইথ এদিন হালকা অনুশীলন করেছেন । পাশাপাশি গ্লেন মার্টিন্সও অনুশীলন করেছেন। শেষ চারে নামার আগে কিছুটা স্বস্তি বাগানের। প্রথম লেগ খেলার জন্য বুধবার হায়দরাবাদ উড়ে যাবেন ফুটবলাররা। সেমিফাইনালে কাইথ খেলবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন জুয়ান। বাগান কোচ চেয়েছিলেন সেমিফাইনালে পুরো সুস্থ প্রথম একাদশ নামাতে। কিন্তু চোটের জন্য তা হওয়ার সম্ভবনা কম।

আরও পড়ুন-মুখ পুড়ল বিজেপির আবাসে দুর্নীতি হয়নি

ওড়িশা ম্যাচ জেতার পরে আনন্দ না করে উদ্বেগ প্রকাশ করেছিলেন জুয়ান। তাঁর বক্তব্য ছিল, ‘‘চোটের জন্য দু-তিনজন অনিশ্চিত। তাই সেমিফাইনালের জন্য কতটা প্রস্তুত, তা বলা কঠিন। দলে নানা সমস্যা রয়েছে। তবে খেলোয়াড়রা সবাই ফের চাঙ্গা হয়ে যাবে আশা করি।’’ সেমিফাইনালের প্রস্তুতি শুরু হওয়ার পরে টিম ম্যানেজমেন্টের আশা, চোট-আঘাতের ধাক্কা সামলে বার্থোলোমিউ ওগবেচেদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ জানাতে পারবে মোহনবাগান। এর আগেও কঠিন সময়ে চারিত্রিক দৃঢতা ও ব্যক্তিত্ব দেখিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। এবারও সেই ছবি দেখা যাবে আশায় জুয়ান।

Latest article