প্রতিবেদন : একটি টিভি চ্যানেলের অফিসে পুলিশ পাঠিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ছে কেরলের সিপিএম সরকার (CPIM)। বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পিনারাই বিজয়ন পুলিশি অভিযানের সাফাই দিলেও রাজ্যের এলডিএফ সরকারের শরিক সিপিআই এই ঘটনায় সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেছে। তারা বলেছে, সংবাদমাধ্যমের অফিসে পুলিশ অভিযান অনর্থক।
আরও পড়ুন-শিকার বন্ধে দু’দিন বন্ধ গরুমারা
এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকারের উচিত অবিলম্বে ভুল স্বীকার করা। সিপিআইয়ের এক বিধায়ক জানান, তাঁরা সরকারের এই পদক্ষেপ নিয়ে দলে আলোচনা করবেন। সংবাদমাধ্যমের অফিসে পুলিশি অভিযান নিয়ে স্পষ্টতই দুই মেরুতে অবস্থান করছে এলডিএফ সরকারের দুই শরিক সিপিএম ও সিপিআই।
আরও পড়ুন-মাঠে নামলেন কাইথ, প্রস্তুতি মোহনবাগানের
পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে পিনারাই বিজয়নের সরকারের কোনও তফাত নেই। বিরোধী দলনেতা ভি সতীশন বলেছেন, গুজরাত দাঙ্গা নিয়ে তথ্যচিত্র তৈরি করায় বিবিসি-র দফতরে আয়কর হানা হয়েছে। অন্যদিকে কেরলে বামনেতাদের কেলেঙ্কারি ফাঁস করতেই টিভি চ্যানেলের অফিসে পুলিশ পাঠিয়েছেন বিজয়ন। সংবাদমাধ্যমের কণ্ঠরোধে একই রাস্তা নিয়েছে মোদি ও কেরলের সিপিএম সরকার। পিনারাই আসলে ধুতি পরিহিত নরেন্দ্র মোদি। দু’জনের মাসনসিকতায় কোনও ফারাক নেই। দু’জনের কেউই সমালোচনা সইতে পারেন না। ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কেরল প্রেসক্লাব।